Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রশিক্ষণের বিস্তারিত

প্রশিক্ষণের মাধ্যমে আত্ন-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বি.আর.ডি.বি. আওতাধীন বিভিন্ন সমিতির সদস্যদের প্রত্যেক অর্থ বছরে 2টি ব্যাচে 60জন উপকারভোগীদের মাঝে ট্রেনিং প্রদান করা হয়। প্রশিক্ষণের বিস্তারিত তথ্য নিম্নে দেওয়া হলো।

01।30 জন উপকারভোগী সদস্যের নামের তালিকা প্রস্তুত করতে হয়ে

02। বি.আর.ডি.বি. সদর দপ্তর থেকে প্রাপ্ত মডিউল অনুযায়ী প্রশিক্ষণ ব্যাচের মডিউল তৈরী করা হয়।

03। প্রশিক্ষণ ব্যাচটি অনুমোদনের জন্য জেলা দপ্তরে প্রেরণ করা হয়।

04। জেলা দপ্তর থেকে অনুমোদন হয়ে আসলে সদস্যদের মাঝে নির্ধারিত তারিখে প্রশিক্ষণ প্রদান করা হয়।